বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার (১৪, জানুয়ারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় আরকে পরিবহনের যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করার সময় বাসটিকে থামানো হয়। বাসে থাকা নাটোরের সিংড়ার মো. এনামুল হককে আটক করা হয়। পরে তার ব্যাগের মধ্যে পাঁচ হাজার ৯৪০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়।
তারসঙ্গে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৮২ হাজার টাকা। পরে তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।





