প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: এখন টিভি
0

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের তথ্য মতে, ভেনেজুয়েলার প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটে, ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব আটকে দেয়া হয়েছে। এদিকে, ভেনেজুয়েলা সরকার বন্দিদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। অন্যদিকে, রাজধানী কারাকাসে এক সমাবেশে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে নাটকীয় কায়দায় আটকের পর থেকে দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে দেশটি পরিচালনা করার কথা বললেও, আপাতত ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ নিয়ন্ত্রণেরই পরিকল্পনা তার। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, প্রথম দফায় প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান বা দেশের কাছে বিক্রি করা হয়েছে, সেটি প্রকাশ করা হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বুধবার ফোনে কথা বলেছেন। ফোনালাপের পর দুপক্ষই এই আলাপকে ইতিবাচক দাবি করেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তেল, খনিজ, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।

এসময় ভেনেজুয়েলাকে স্থিতিশীল ও পুনরুদ্ধারে সহায়তা করতে চায় বলে জানান ট্রাম্প। অন্যদিকে, রদ্রিগেজ বলেন, ফলপ্রসূ ও সৌজন্যপূর্ণ ফোনালাপে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে ডেলসি রদ্রিগেজ বুধবার জানিয়েছেন, ভেনেজুয়েলার সরকার এরইমধ্যেই ৪০৬ জন বন্দিদের মুক্তি দিয়েছে। বন্দিদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখবে বলেও জানান রদ্রিগেজ। যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রক্রিয়া ধীরে চলছে। এখনও প্রায় ৮০০ জন রাজবন্দী রয়েছেন।

ভেনেজুয়েলা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ‘এ প্রক্রিয়া চলমান এবং অব্যাহত থাকবে। এটি একটি কঠিন প্রক্রিয়া যা সেক্ট্ররাল ভাইস প্রেসিডেন্ট ডিওসদাদো ক্যাবেলো দ্বারা পরিচালিত হচ্ছেন। যিনি আমাদের দেশের বিচার সংস্থাগুলোর সঙ্গে স্থায়ী সমন্বয় এবং স্থায়ীভাবে যোগাযোগে রয়েছেন।’

এ প্রক্রিয়া চলমান এবং অব্যাহত থাকবে। এটি একটি কঠিন প্রক্রিয়া যা সেক্টরাল ভাইস প্রেসিডেন্ট ডিওসদাদো ক্যাবেলো দ্বারা পরিচালিত হচ্ছেন, যিনি আমাদের দেশের বিচার সংস্থাগুলির সাথে স্থায়ী সমন্বয় এবং স্থায়ীভাবে যোগাযোগে রয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক স্বাভাবিক দৃশ্যমান হলেও, ভেনেজুয়েলার অভ্যন্তরে অস্থিরতা এখনও বর্তমান। গতকাল বুধবার রাজধানী কারাকাসে এক সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে।

এফএস