সুনামগঞ্জে হাসপাতাল চালুসহ দুই দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন।
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। | ছবি: এখন টিভি
0

পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুত হাসপাতাল চালু দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) সকালে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ থেকে ১৫ কিলোমিটার দূরে সুনামগঞ্জ শহরে এসে ক্লিনিক্যাল ক্লাস করার জন্য কোন পরিবহনের ব্যবস্থা নেই ।

পাশাপাশি সুনামগঞ্জ মেডিকেলের কলেজ ও হাসপাতালের কাজ প্রায় শেষ হলেও সামান্য কাজের জন্য বার বার সময় চাওয়া হচ্ছে। যা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর।

এই অবস্থায় নিরুপায় হয়ে বিপন্ন শিক্ষাজীবন রক্ষায় আন্দোলনে নেমেছে তারা। ওয়ার্ড ও হাসপাতাল চালু, পরিবহন ব্যবস্থাকরণ এবং সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও আন্দোলন চলবে তাদের।

সেজু