আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘সফলতার জন্য জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। জীবনের যে কোনো বাঁকে যে সিদ্ধান্তগুলো আপনি নেবেন তাতে অবিচল থেকে সামনে এগিয়ে যেতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ নেই। সাফল্য অর্জন করতে হলে কোন পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কর্মক্ষেত্রসহ প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করতে হবে।’
সেমিনারের কি-নোট স্পিকার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা যদি মেধার সঠিক ব্যবহার ও দক্ষতাকে কাজে লাগাতে পারি তখনই সফল হওয়া সম্ভব।’
তিনি বলেন, ‘জীবনে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আত্মবিশ্বাসী থাকতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে হবে। মনকে প্রফুল্ল রাখতে হবে। নিজ নিজ ক্ষেত্রে বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। অনেক বিষয় রয়েছে যা আমাদের সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি স্বাস্থ্যকর জীবনযাপন করি তখন আমাদের জীবনীশক্তি বাড়বে। শিক্ষার্থীরা আমাদের আশার বাতিঘর।’
সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।