রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ: ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড | ছবি: সংগৃহীত
0

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। অবরোধের ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের রেল ব্লকেড কর্মসূচি।

এতে বন্ধ থাকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল। এর প্রেক্ষিতে সিরাজগঞ্জে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। আগামীকাল যমুনা সেতু অবরোধের ঘোষণা দিয়ে ৬ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

অবরোধের সময় শিক্ষার্থীরা জানান, ২৬ জুলাই থেকে তাদের লাগাতার আন্দোলন চললেও কর্তৃপক্ষ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যাপারে কোনো আশ্বাস দেয় নি। যে কারণে আজ রেলপথ ব্লকেড কর্মসূচিতে নেমেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। তারা জানান, দীর্ঘ ৯ বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত দাবী মেনে নেয়ার অনুরোধ জানান শিক্ষকরা।

৬ ঘণ্টা অবরোধ পর দুপুর ৩ টায় স্বাভাবিক হয় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। উল্লাপাড়া মাস্টার জানান, রেলপথ অবরোধের কারণে সিরাজগঞ্জের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ৫টি ট্রেন। আন্দোলন দীর্ঘস্থায়ী হওয়ায় শিডিউল বিপর্যয় হয়েছে সিল্কসিটি, ধূমকেতু, চিলাহাটি, রংপুর ও একতা এক্সপ্রেস ট্রেনের।

এএইচ