ফেনীতে দেশের সর্বোচ্চ ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত, মুহুরি নদীর বাঁধে ভাঙ্গন

বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফেনীর একটি এলাকা ও ভেঙে যাওয়া বাঁধ
বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফেনীর একটি এলাকা ও ভেঙে যাওয়া বাঁধ | ছবি: এখন টিভি
0

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৪৪১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিকে টানা বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরি, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও। বিকেল ৪টায় নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নদী বাঁধের ৪টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানগুলো হলো জঙ্গল ঘোনা ২টি, সাহেবনগর, দেড়পাড়া ও গদানগর। এদিকে ফুলগাজী-পরশুরাম ছাগলনাইয়াসহ বিভিন্ন এলাকার বসতিতেও পানি ওঠার তথ্য পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।

এএইচ