টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

মির্জাপুর থানা
মির্জাপুর থানা | ছবি: সংগৃহীত
1

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় পা‌রিবা‌রিক কলহের জেরে গার্মেন্টসকর্মীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন।

নিহত কবিতা আক্তার (২৫) গ্রা‌মের বা‌ড়ি নীলফামারী জেলায়। তারা সোহাগপাড়া এলাকায় মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

গতকাল (বৃহস্প‌তিবার, ২৯ মে) দিবাগত রাত ৩টার দি‌কে এই ঘটনা ঘটে। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।

এলাকাবাসী জানায়, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। কবিতা ওই এলাকার এক‌টি পোশাক কারখানায় কাজ করতো। তার স্বামী সুজন পেশায় একজন মেকানিক। গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুজন মিয়া উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে কবিতাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে আশপাশের বাসার লোকজন ঘটনা জানতে পেয়ে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক রয়েছে। এই ঘটনায় নিহত ক‌বিতার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের ক‌রে‌ছেন।’

এসএস