যশোরে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাদক ও টাকাসহ আটক তিন ব্যবসায়ী
মাদক ও টাকাসহ আটক তিন ব্যবসায়ী | ছবি: এখন টিভি
3

যশোরে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকালে শার্শা উপজেলার নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটের নবাব বিরিয়ানি হাউজের সামনে মহাসড়কে প্রাইভেট কার তল্লাশিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঢাকার শিমরাইলের জয়নাল আবেদীনের পুত্র আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ নবাব সলিমুল্লাহ রোডের ইসমাইল মিঞার পুত্র আলী নেওয়াজ ভূঁইয়া ও যশোরের শার্শা ধলদাহ গ্রামের জোবেদ আলী মোল্লার পুত্র ফারুক হোসেন।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক জানান, সকালে নিয়মিত টহল দল শার্শা উপজেলার নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটের নবাব বিরিয়ানি হাউজের সামনে মহাসড়কে প্রাইভেট কার তল্লাশি চালায়। এসময় সেখান থেকে ৪ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এসময় এ কাজে নিয়োজিত থাকার অপরাধে ৩ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেট কার এবং গ্রেপ্তারকৃত আসামিদের যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ