যশোরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিহত হাসান শেখ
নিহত হাসান শেখ | ছবি: সংগৃহীত
0

যশোরের অভয়নগরের নাউলীতে প্রবাস ফেরত হাসান শেখ (৩০) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১৫ জুন) সকালে উপজেলার নাউলি গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। দুই মাস আগে বিবাহও করেন। প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান।

রাতে বাড়ি না ফেরাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। ভোরে স্থানীয়রা মাছের ঘেরে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এএইচ