কুষ্টিয়ার সাবেক এমপি বাদশাহ্ ঢাকায় গ্রেপ্তার

আ ক ম সারোয়ার জাহান বাদশাহ্
আ ক ম সারোয়ার জাহান বাদশাহ্ | ছবি: সংগৃহীত
0

‎রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাহ্কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (‎মঙ্গলবার, ১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার পরিদর্শেক (তদন্ত) হাফিজুর রহমান।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। আর কোথায় মামলা রয়েছে আমরা খতিয়ে দেখছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশাহ্ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

এনএইচ