নরসিংদীতে ডিস ব্যবসায়ী খুন

নিহত ডিস ব্যবসায়ীর মরদেহ
নিহত ডিস ব্যবসায়ীর মরদেহ | ছবি: এখন টিভি
0

নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী (৩৬) নামে এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজুল আবেদিন রিজভী (৩৬) শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। রিজভি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতো।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে এগারোটার দিকে পূর্ব ব্রাহ্মন্দীর একটি গলিতে হুড়োহুড়ি এবং গুলি সদৃশ শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে রিজভীর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রাত বারোটার দিকে পুলিশ এসে সুরতহাল শুরু করে। এসময়, ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সামনে থেকে ককটেল এবং দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা ঘটিয়েছে বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

এএইচ