মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিপুল মাদকসহ গ্রেপ্তার হওয়া দুই ব্যবসায়ী
বিপুল মাদকসহ গ্রেপ্তার হওয়া দুই ব্যবসায়ী | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান এবং মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব।

এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে বসতঘরে অভিযান চালিয়ে লেদন মিয়া ওরফে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বেও দুইটি মাদক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া যায়।

অন্যদিকে একই রাতে সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির অন্য একটি দল অভিযান পরিচালনা করেন। দোকানের বিশ্রাম কক্ষে তল্লাশি করে একটি চটের বস্তার ভেতর থেকে ৩৫ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়।


এএইচ