কুমিল্লার মুরাদনগরে ত্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার ৮

মুরাদনগর থানা, কুমিল্লা
মুরাদনগর থানা, কুমিল্লা | ছবি: সংগৃহীত
0

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে  চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (শনিবার, ৫ জুলাই) দুপুরে র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাননি র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরির সন্দেহে এক নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। তিনজনই একই পরিবারের সদস্য।

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনকে আসামি করে মামলা করেছে ভিক্টিমের পরিবার। এর মাঝে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাঙ্গরা থানায় মামলা দায়ের করেছেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। এ ঘটনায় এরইমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

স্থানীয়রা জানান, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর জের ধরেই এলাকাবাসী পিটিয়ে ও কুপিয়ে তাঁদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।

এর আগে এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

ইএ