ফরিদপুরে সাবেক এমপির বাড়িতে হামলার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর কোতয়ালী থানা
ফরিদপুর কোতয়ালী থানা | ছবি: সংগৃহীত
0

ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির ১৬ নেতার নামে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ ১৬ জনকে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় হা-মীম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় এজাহারটি জমা দেন। পরে আজ (শনিবার, ৫ জুলাই) সকালে মামলা রুজু হয়। পুলিশ বলছে, আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

এজাহারে বলা হয়, গেলো বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে শহরের ঝিলটুলীতে এ কে আজাদের বাড়িতে একদল দুর্বৃত্ত সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে বাসায় প্রবেশ করে। পরে বাড়ির ভেতর ঢুকে কমর্চারীদের হুমকি-ধামকি দেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এসএইচ