অনলাইনে অভিনব প্রতারণা করে গ্রাহকের ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে এম. আলীকে আটক করেছে প্রতিষ্ঠানটি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বর্তমানে তিনি ভাটারা থানায় পুলিশের হেফাজতে আছেন। শনিবার (৫ জুলাই) তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ভাটারা থানা পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন মিলে তাকে আটকের পর পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
এরপর তাকে গ্রেপ্তার করার দাবীতে থানার সামনে মিছিল করে। সম্প্রতি গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ‘ধামাকা শপিং’-এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।