পুলিশ ও স্খানীয়রা জানান, ভালুকা উপজেলা সদরের টি অ্যান্ড টি রোডে একটি বাসায় সন্তানদের নিয়ে ভাড়া থাকেন রফিকুল ইসলাম। তার ছোট ভাই নজরুল ইসলামও একটি কক্ষ ভাড়া নিয়ে একই বাসায় থাকেন। রফিকুল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত রাতে তিনি স্ত্রী-সন্তানদের বাসায় রেখে কাজে যান।
তারা জানান, তার ছোট ভাই নজরুল ইসলাম এসময় বাসায় ছিল। সকালে কাজ থেকে ফিরে ঘরের দরজায় বাইরে থেকে তালা দেয়া দেখতে পান রফিকুল।
পরে বাড়ির মালিক ও প্রতিবেশীদের নিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় স্ত্রী ময়না, মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরবের (২) রক্তাক্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা সবাই নেত্রকোণার বাসিন্দা বলে জানা যায়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যার মোটিভ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর থেকেই রফিকুলের ছোট ভাই নজরুল পলাতক রয়েছে।