রোববার (১৩ জুলাই) রাতে সাভার থানার ভাকুর্তা এলাকা থেকে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।
আজ (সোমবার, ১৪ জুলাই) র্যাব-২ এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
র্যাব জানায়, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ নানা অপরাধে জড়িত আয়েশা ও তার চক্র। সম্প্রতি আদাবর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায় তাদের।
আয়েশার বিরুদ্ধে আদাবর থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।