প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক উত্তরবঙ্গমুখী লাইনে ট্রেন চলাচল, বন্ধ ঢাকামুখী চলাচল

লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেস
লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেস | ছবি: এখন টিভি
2

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গমুখী লাইনে ট্রেন চলাচল। তবে এখনও বন্ধ রয়েছে ঢাকামুখী লাইনের ট্রেন চলাচল। আজ (শনিবার, ৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। এতে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পরে ট্রেনটি। যার ফলে ট্রেনের ইঞ্জিন ও খাবারের বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিল। দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় উত্তরবঙ্গমুখী লাইনে ট্রেন চলাচল। পাশাপাশি শহরের প্রধান রেলক্রসিং বন্ধ থাকায় জয়দেবপুর-শিববাড়ি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি রেখে বাকি বগিগুলো সরিয়ে নেয়া হচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

এসএস