পুলিশ সূত্রে জানা যায়, শিল্প নগরী গাজীপুরে সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনকে আটক করা হয়। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৩৭, পশ্চিম থানায় ২৮ এবং গাছা থানায় ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন পুরনো মামলার আসামি। এছাড়াও বাকিদের ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘টঙ্গীতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সেজন্য বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগের বিরুদ্ধেই ছিনতাই, চুরি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। নিয়মিত এ অভিযান চলবে।’
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় জনগণের জান-মাল রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তারই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। বিকেলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’