চাঁদাবাজির সংশ্লিষ্টতা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে খুন: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী | ছবি: সংগৃহীত
0

ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে— এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

আজ (বুধবার, ১৬ জুলাই) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে তিনি এ কথা জানান। এ হত্যাকাণ্ডে চাঁদাবাজির সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি।

শেখ সাজ্জাত আলী আরও জানান, এ হত্যাকাণ্ডের এজাহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় এড়িয়ে যান তিনি। 

এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতিও দেন ডিএমপি কমিশনার।

এসএইচ