মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চাঁদাবাজির সময় যুবক আটক

পুলিশি হেফাজতে আটক যুবক
পুলিশি হেফাজতে আটক যুবক | ছবি: এখন টিভি
1

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় মাসুদ (২৮) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক মাসুদ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে। তিনি কয়েক মাস যাবৎ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বিভিন্ন বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘আটকের সময় মাসুদের কাছ থেকে চাঁদাবাজির অর্থ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

এসএইচ