এর আগে দুপুর আড়াইটায় উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠে এ ঘটনা ঘটে। নিহত পুলিনুজ দারিং উপজেলার খারনৈ ইউনিয়নের খানৈই গ্রামের মৃত কালাদিও’র ছেলে। তিনি বল মাঠ এলাকায় চায়ের দোকান চালাতেন। অপরদিকে আটক আইয়ুব ম্রং একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কেলন রিমার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পুলিনুজ দারিং বসে থাকা অবস্থায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইয়ুব ম্রং এর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আইয়ুব ম্রং তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে পুলিনুজ দারিংকে আঘাত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার সুমন পাল পুলিনুজ দারিংকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই স্থানীয়রা আইয়ুব ম্রংকে আটকে রেখে পুলিশে খবর দিলে আইয়ুব ম্রংকে আটক করে থানায় নিয়ে আসে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আইয়ুব ম্রংকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।