খুলনায় কৃষি ব্যাংকে চুরি: জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ৩ জন

কৃষি ব্যাংকের প্রধান দরজা ও ভল্ট ভেঙে চুরি
কৃষি ব্যাংকের প্রধান দরজা ও ভল্ট ভেঙে চুরি | ছবি: সংগৃহীত
0

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের প্রধান দরজা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রূপসা ঘাট শাখায় এ লুট হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে পুলিশ। আজ (শনিবার, ১৬ আগস্ট) তিনজনকে পুলিশ হেফাজতে নেয়ার পাশাপাশি আলামত সংগ্রহ করেছে পুলিশ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ছয়টি তালা ভেঙে ব্যাংকের ভল্ট থেকে ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ব্যাংক কর্মকর্তা বলছেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) অফিসের কার্যক্রম শেষে ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা রেখে যান। টাকা লুটের ঘটনার খবর পেয়ে শুক্রবার (১৫ আগস্ট) রাতেই ব্যাংকে উপস্থিত হয়ে দেখতে পান রেখে যাওয়া টাকা থেকে মাত্র ১ হাজার ৪২০ টাকা অবশিষ্ট রয়েছে। এ সময় নিরাপত্তা প্রহরী অনুপস্থিত ছিল বলে জানান তিনি।

খুলনা রূপসা ঘাট শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়ার পরে প্রায় ১৬ লাখের মতো টাকা ছিলো। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এখানে আগেই এসেছে। আমি আসার পর দেখি তারা দুইজন সিকিউরিটি গার্ডকে আর সিসিটিভি ফুটেজ নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছেন।’

তবে স্থানীয়দের ধারণা শুক্রবার (১৫ আগস্ট) নির্জনতার সুযোগ নিয়ে দুর্বৃত্ততা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় হতবাক এলাকাবাসী।

আরও পড়ুন:

এলাকাবাসী জানান, সকালবেলা এ ঘটনা দেখেছে সবাই। শুক্রবার (১৫ আগস্ট) ছুটির দিন হওয়াতে আশেপাশে ফাঁকা ছিলো, দোকানপাট সব বন্ধ ছিলো।

অন্যদিকে, পুলিশ বলছে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। এছাড়া অপরাধী শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। শুরু হয়েছে অভিযান।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বিরুনী বলেন, ‘আমাদের একাধিক টিম কাজ করছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি। আমাদের একাধিক টিম মাঠে আছে। সবকিছু নিয়েই আমাদের প্রতিটা টুলস কাজ করছে।’

এ ঘটনায় ব্যাংকের ৩ জন নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদের জন্য রূপসা থানায় নেয়া হয়েছে।

ইএ