নাবিক রেটিং পরীক্ষায় প্রক্সি ও অসাদুপায় অবলম্বনের দায়ে গ্রেপ্তার ১৮

নাবিক রেটিং পরীক্ষায় প্রতারণার দায়ে গ্রেপ্তাররা
নাবিক রেটিং পরীক্ষায় প্রতারণার দায়ে গ্রেপ্তাররা | ছবি : সংগৃহীত
0

নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘সমন্বিত নাবিক (রেটিং) ভর্তি ২০২৫’ পরীক্ষায় প্রক্সি ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ আগস্ট আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও সরকারি কলেজ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী, এনডি, এনডিসি, পিএসসি, বিএন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পরীক্ষায় এআই-ভিত্তিক ফেস আইডেন্টিফিকেশন সিস্টেম চালু করেন এবং কঠোর নজরদারির নির্দেশ দেন।

পরীক্ষা শুরুর আগে তল্লাশিতে কিছু ভুয়া পরীক্ষার্থী কেন্দ্র থেকে সরে যান। পরীক্ষা চলাকালীন তল্লাশিতে কয়েকজন পরীক্ষার্থীর দেহে সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইস ও ইয়ারবাড শনাক্ত করা হয় এবং প্রক্সি পরীক্ষার্থীসহ কয়েকজনকে আটক করা হয়।

আরও পড়ুন:

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরীক্ষার দিন রাতে মিরপুর, শ্যামলী ও ফার্মগেট এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে প্রতারণার মূল হোতাদের একজনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানান, পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ বিষয়ে নৌপরিবহন অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতের সব পরীক্ষাতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে ও কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে।

এসএইচ