পুলিশ জানায়, গত ১৩ আগস্ট আরিচা ঘাটে স্বর্ণ ছিনতাইয়ে সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ অভিযান করে সজল, শাহজাহান ও ইসরাফিলকে আটক করা হয়। রাত ৮ টার দিকে স্বর্ণ ব্যবসায়ী খলিলুর রহমান থানায় এসে তাদের শনাক্ত করেন। তবে, তাদের কাছ থেকে এখনো ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার হয়নি।
চারিগ্রাম বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, গত ১৩ আগস্ট সকালে তিনি পাঁচ ভরি স্বর্ণ নিয়ে পাবনা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল আটটার দিকে আরিচা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে দুই যুবক কথা বলার জন্য তাকে একপাশে ডেকে নেয়। এ সময় আরও কয়েকজন যোগ দিয়ে তার কাছ থেকে স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়। পরে তিনি শিবালয় থানা পুলিশকে জানান।
শিবালয় অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। এরমধ্যে আরিচা ঘাট এলাকা থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের আগামীকাল (আজ) আদালতে প্রেরণ করা হবে।