সাভারে চাঁদা না পেয়ে যুবদল নেতাসহ তিনজনকে কুপিয়ে আহত

এনাম মেডিকেল কলেজ হাসপাতাল
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি : সংগৃহীত
0

সাভারে চাঁদা না পেয়ে এক ওয়ার্ড যুবদল নেতাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার রাতে সাভারের হেমায়েতপুর গোয়ালপাড়া এলাকায় ঘটে এ হামলার ঘটনা ।

আরও পড়ুন:

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যুবদল নেতা নাইমের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসী রাসেল বাহিনী। চাঁদার টাকা না পেয়ে বুধবার রাতে নাঈমের অটো গ্যারেজে দলবল নিয়ে হামলা চালায় রাসেল।

এসময় গ্যারেজ ম্যানেজার সিফাত বাধা দিলে তাকে তুলে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, তিনজনের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএ