মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

মা-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহকর্মী আয়েশা
মা-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহকর্মী আয়েশা | ছবি: এখন টিভি
2

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে খুন করে পালানো গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) কথিত গৃহকর্মী আয়েশা মোহাম্মদপুরে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যায়।

আরও পড়ুন:

এদিন সকাল ৭টা ৫১ মিনিটে সে বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যায়। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৬টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়।

এএইচ