হাটহাজারীতে সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তের আগুন-ভাঙচুর

আনিসুল ইসলামের বাড়িতে আগুন
আনিসুল ইসলামের বাড়িতে আগুন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) মধ্যরাতে হাটহাজারীর গুমান মর্দন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত মুখোশ পরে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস নিয়ে জড়ো হয়। পরে তারা আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ঢুকে পড়ে।

এ সময় তাদের কাছে দেশিয় অস্ত্রশস্ত্র ছিলো। বাড়িতে ঢুকে তারা আসবাবপত্র ভাঙচুর করে ও এক পর্যায়ে বাড়ির সামনে রাখা একটি গাড়ি ও নিচ তলায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন:

তবে এর আগে স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

ইএ