নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার; আটক ২

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে আটক দুইজন
নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে আটক দুইজন | ছবি: এখন টিভি
0

নরসিংদী রায়পুরার চলাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল (৩৫) ও জালাল উদ্দিনকে (৬৫) আটক করা হয়েছে। এসময় একাধিক বন্দুক, গুলি ও কার্তুজসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিকী।

এর আগে গতকাল (বুধবার, ৭ ডিসেম্বর) দিনব্যাপী রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে চরাঞ্চলের গোপীনাথপুর এবং বালুয়াকান্দিসহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে দুইটি একনলা বন্দুক, দুইটি দেশিয় ওয়ান শুটার গান, মোট নয়টি কার্তুজ, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি, তিনটি দেশিয় বল্লম ও একটি বুলেটপ্রুফ জেকেটসহ বন্দুকের কভার, কাগজপত্র মানিব্যাগ চাপাতি ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

মো. আবু বকর সিদ্দিকী জানান, সন্ত্রাসী ইকবালের বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলাসহ সর্বমোট ১১টি মামলা আছে। এছাড়া জালাল উদ্দিনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকের বিষয়ে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রসঙ্গত, সম্প্রতি রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক খুনসহ ঘটেছে কয়েক দফা সংঘর্ষের ঘটনা।

এসএস