অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযান চলাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।





