ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুই ডাকাত সদস্য আটক, সিএনজিতে আগুন

আগুন দেয়া সিএনজি; ঘটনাস্থলে স্থানীয় ও পুলিশ সদস্যরা
আগুন দেয়া সিএনজি; ঘটনাস্থলে স্থানীয় ও পুলিশ সদস্যরা | ছবি: এখন টিভি
1

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল (বুধবার, ১৪ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাত সদস্যরা হলেন— সোনারগাঁয়ের কাজিরগাঁও এলাকার জাকির হোসেনের ছেলে রবিন এবং চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে ওমর ফারুক।

আরও পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬-৭ সদস্যের এক ডাকাতদল একটি সিএনজি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, দুই ডাকাত সদস্যদের আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এসএইচ