গতকাল (বুধবার, ১৪ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ডাকাত সদস্যরা হলেন— সোনারগাঁয়ের কাজিরগাঁও এলাকার জাকির হোসেনের ছেলে রবিন এবং চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে ওমর ফারুক।
আরও পড়ুন:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬-৭ সদস্যের এক ডাকাতদল একটি সিএনজি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, দুই ডাকাত সদস্যদের আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।





