অর্থ আত্মসাতের অভিযোগে বেরোবির সাবেক উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
0

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই উপাচার্যসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাৎ ছাড়াও ভবনের নকশা পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অভিযোগে সাবেক দুই উপাচার্য একেএম নুরুন্নবী, নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।’ 

এদিকে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে ৪৯ হাজার কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে গ্রীন সিটি আবাসন প্রকল্পের নথিপত্র চেয়ে গণপূর্তে চিঠি দিয়েছে দুদক।

এ ছাড়াও, বিষয়টি নিয়ে দুদকের একটি তদন্তকারী দল কাজ করছে বলে জানান দুদক মহাপরিচালক।

এসএইচ