নিলামে উঠছে ৯২ বছরের পুরোনো সিনেমার পোস্টার

নিলামে উঠছে ৯২ বছর পুরোনো সিনেমার নানা পোস্টার | এখন
0

নিলামে উঠছে ৯২ বছর পুরোনো সিনেমার নানা পোস্টার। আগামী ২৭-২৮ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে মার্কিন সংগ্রাহক ডোয়াইট ক্লিভল্যান্ডের ৫০০ টিরও বেশি সুপরিচিত চলচ্চিত্রের পোস্টার বিক্রয়ের জন্য তোলা হবে নিলামে। ভিনটেজ এই পোস্টারগুলো কিনতে আগ্রহীদের গুনতে হবে ৪ থেকে ৮০ হাজার ডলার।

হলিউড চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সুন্দরী ও গ্ল্যামারাস নায়িকা মার্লিন মনরো। দেয়ালে বাধানো তার লাস্যময়ী এই ছবিসহ হেরিটেজ অকশনে দেখা মিলবে কিং কং, দ্যা ওয়ার অফ দ্যা ওয়াল্ডর্স, মিকি মাউসসহ ভিনেটেজ সব সিনেমার পোস্টার।

আয়োজকরা জানান, প্রায় ৫০ বছর ধরে এসব পোস্টার সংগ্রহ করেছেন মার্কিন সংগ্রাহক ক্লিভভ্যান্ড। হেরিটেজ অকশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা জানান, ১৯২০ থেকে ১৯৩৩ পর্যন্ত নান্দনিক এসব পোস্টার কিনতে ক্রেতাদের গুণতে হবে ৪ থেকে ৮০ হাজার ডলার।

হেরিটেজ এসব পোস্টারের মধ্যে আরও রয়েছে ব্রেকফাস্ট অ্যাট টিফানি'স। যার দাম পড়বে ৪ থেকে ৮ হাজার ডলার। ওয়াল্ট ডিজনি মিকি মাউসের পোস্টারের আনুমানিক দাম পড়বে দেড় থেকে ৩ হাজার ডলার । ডোনাল্ড ডাক দ্য রিভেটার পোস্টারের বিক্রয়মূল্য ছাড়াতে পারে ১০,০০০ হাজার ডলার।

আগামী ১৪ মার্চ পর্যন্ত লন্ডনে প্রদর্শন হবে ভিনটেজ এই সিনেমার পোস্টার। তারপরে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শহর ঘুরে ডালাসে প্রদর্শনীর শেষে হেরিটেজ অকশনে হবে নিলাম।

সেজু