ক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জন

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো | ছবি: সংগৃহীত
0

পপ তারকা ক্যাটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ডিনার ডেট ঘিরে শুরু হয়েছে নতুন সম্পর্কের গুঞ্জন। গতকাল (মঙ্গলবার, ৩০ জুলাই) রাতে মার্কিন ট্যাবলয়েড টিএমজেড এই খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, মন্ট্রিয়েলের অভিজাত রেস্তোরাঁ ‘লা ভিয়লোঁ’-এ একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে ৪০ বছর বয়সী ‘ডার্ক হর্স’ খ্যাত গায়িকা পেরি ও ৫৩ বছর বয়সী ট্রুডোকে। টিএমজেড প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যাটি পেরি ট্রুডোর দিকে ঝুঁকে আলাপচারিতায় মগ্ন।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে টিএমজেড জানায়, নিরাপত্তারক্ষীদের নজরদারিতে থাকা এই যুগল ককটেল পান করেন এবং লবস্টারসহ একাধিক পদ ভাগাভাগি করে খান। একপর্যায়ে রেস্তোরাঁর শেফ তাদের সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে পেরি-ট্রুডো রান্নাঘরে গিয়ে স্টাফদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

তবে বিষয়টি নিয়ে পেরি ও ট্রুডোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ‘পেজ সিক্স’।

মন্ট্রিয়লের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে তাদের | ছবি: সংগৃহীত

ক্যাটি পেরি বর্তমানে কানাডা সফরে রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তার একটি কনসার্ট ছিল অটোয়ায় এবং বুধবার মন্ট্রিয়েলে আরও একটি শো অনুষ্ঠিত হওয়ার কথা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ক্যাটি পেরি ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা অরল্যান্ডো ব্লুম ১০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। যদিও কয়েক দিন পর তাদের চার বছরের কন্যা ডেইজি ডাভসহ একটি পারিবারিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। তবে ইতালির এক রিসোর্ট উদ্বোধনের সময় তাদের মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল।

২০১৬ সালে পেরি ও ব্লুমের প্রেমের শুরু হলেও ২০১৭ সালের মার্চে তারা বিচ্ছিন্ন হন। ২০১৮ সালের শুরুতে মালদ্বীপ সফরে গিয়ে আবার সম্পর্ক জোড়া লাগে। ২০১৯ সালে বাগদান এবং ২০২০ সালের আগস্টে তাদের মেয়ের জন্ম হয়।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। তাদের তিন সন্তান—জ্যাভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

পেজ সিক্স জানিয়েছে, মন্ট্রিয়েলের এই ‘সাক্ষাৎ’ এবং ডিনার ডেট সামনে আসার পর ট্রুডো-পেরির মধ্যে প্রেমের নতুন সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এনএইচ