৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে ওয়ার্নার ব্রাদার্সের স্বত্ব কিনছে নেটফ্লিক্স

নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সের লোগো | ছবি: সংগৃহীত
0

৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে মার্কিন প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের টিভি, ফিল্ম এবং স্ট্রিমিং বিভাগ স্বত্ব কিনতে রাজি হয়েছে নেটফ্লিক্স। সপ্তাহব্যাপী হাডাহাড্ডি নিলামের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে এই সুযোগ লুফে নেয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। এটি নিয়ে ওয়ার্নার ব্রাদার্স ও নেটফ্লিক্স উচ্ছ্বাস প্রকাশ করলেও, ভিন্ন কথা বলছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। তাদের মতে, এর ফলে ব্যয় বাড়া ছাড়াও, দর্শকদের বিকল্প খোঁজার সুযোগও কমছে। তবে সিদ্ধান্তটিতে উচ্ছ্বসিত নেটফ্লিক্সের অনেক দর্শক।

দাপট থামছে না জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের। বর্তমান সময়ে বৈচিত্র্যে ভরা নানা কনটেন্টের মাধ্যমে দর্শক-শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই স্ট্রিমিং জায়ান্টটি। ২০২৫ সালের একটি ডেটা অনুযায়ী, বিভিন্ন দেশে নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন। আর এটি ব্যবহারে শীর্ষে মার্কিনীরা।

অক্টোবরে নিজেদের আর্থিক বিবরণীতে নেটফ্লিক্স জানায় তাদের বার্ষিক আয়ের পরিমাণ সাড়ে ১১ বিলিয়ন। প্রতি বছরে নেটফ্লিক্সের আয় বাড়ছে প্রায় ১৭ শতাংশ।

এবার নতুন করে আরেকটি চমক দেখালো নেটফ্লিক্স। শুক্রবার সপ্তাহব্যাপী বিডিং যুদ্ধের পর মার্কিন প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের টিভি, ফিল্ম এবং স্ট্রিমিং বিভাগ ৭২ বিলিয়ন ডলারে কিনছে নেটফ্লিক্স। নিলামের পর এক প্রতিক্রিয়ায় ওয়ার্নার ব্রাদার্সের সিইও ডেভিড জাসভ জানান, এর মধ্য দিয়ে এক প্রকার প্রজন্মগত পরিবর্তন ঘটবে। তবে সিদ্ধান্তটিকে ভালোভাবে নিচ্ছে না চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও মিডিয়া বিভাগের অধ্যাপক ইয়ানিস তাজিওমাকিস বলেন, ‘আমরা মিডিয়াগুলোকে দিনের পর দিন সংকুচিত হতে দেখেছি এবং এগুলোর বেশিরভাগের নিয়ন্ত্রণ চলে গেছে বড় কোম্পানিগুলোর কাছে। এটি নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে।’

আরও পড়ুন:

তাজিওমাকিস আরও জানান, ওয়ার্নার ব্রাদার্সের স্বত্ব কেনার বিষয়ে দ্বিধাবিভক্তি রয়েছে দর্শকদের মাঝেও।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও মিডিয়া বিভাগের অধ্যাপক ইয়ানিস তাজিওমাকিস বলেন, ‘অনেক ভক্ত খুশি। কেননা এইচবিও এবং নেটফ্লিক্স একত্রিত হয় তাহলে আর দুটি সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। আবার অনেকে কন্টেন্টে বৈচিত্র্য চায়। তাই অনেকের কাছে এটি সুসংবাদ।’

তবে ভিন্ন কথা বলছেন অনেক বিশ্লেষক। তাদের দাবি, ইতোমধ্যে বিজ্ঞাপনের সংখ্যা বাড়িয়েছে নেটফ্লিক্স। পাশাপাশি পাসওয়ার্ড ভাগাভাগিতেও নতুন বিধিনিষেধ আরোপ করেছে প্রতিষ্ঠানটি। তাই ওয়ার্নারের মতো বৃহৎ প্রযোজনা কোম্পানি তাদের হাতে গেলে ভোক্তাদের খরচ যেমন বাড়বে, তেমনি বিকল্পের সুযোগও কমে যাবে।

এদিকে, নিলামের পর একটি বিবৃতি দেয় নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির সিইও গ্রেগ পিটার জানায়, ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে মিলে স্ট্রিমিং জায়ান্টটি বিশ্বের বিভিন্ন দেশে থাকা দর্শকদের আরও বেশি বেশি কন্টেন্ট উপহার দিতে পারবে।

ওয়ার্নার অ্যান্ড ব্রাদার্সের স্বত্ব নেটফ্লিক্সের কাছে গেলে হ্যারি পটার, ব্যাটম্যানের মতো চলিচ্চত্রগুলোর নিয়ন্ত্রণ পাবে নেটফ্লিক্স। এছাড়া, গেম অব থ্রোনসের মতো দর্শকনন্দিত টিভি সিরিজ স্ট্রিমিংয়েরও মালিকানা পাবে নেটফ্লিক্স।

ইএ