বিকেএমইএর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম

বিকেএমইএ’র কার্যনির্বাহী পরিষদ
বিকেএমইএ’র কার্যনির্বাহী পরিষদ | ছবি: এখন টিভি
1

শতভাগ রপ্তানিমুখী নিট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার ও সহ-সভাপতি অর্থ মোহাম্মদ মোরশেদ সারোয়ার সোহেলসহ ২০২৫-২৭ দুই বছর মেয়াদে পাঁচজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৫ মে) বিকেলে উচ্ছ্বাস আনন্দঘন মুখো পরিবেশে নারায়ণগঞ্জের চাষাড়া বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিকেএমইএ’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরি। এসময় নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিকেএমইএ’র সদস্য ও কর্মকর্তারা।

পরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, সরকারের সহায়তায় তৈরি পোশাক খাদ রপ্তানি বারবার পাশাপাশি নতুন বাজার তৈরি করা।

মোহাম্মদ হাতেম বলেন, ‘পোশাক খাতের জন্য ব্যাংকিং খাতের পলিসির কারণে এবং অব্যবস্থাপনার কারণে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে গার্মেন্টস সেক্টরে। এন বি আর এর ট্যাক্স, ভ্যাট কাস্টমস তিনটা ডিপার্টমেন্টের নানারকম সমস্যা রয়েছে। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে গ্যাস সংকটে চরমে উঠেছে। জ্বালানি নিয়ে এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসা হয়েছে গ্যাস সংকট সমাধানের জন্য। আশা করি তারা দ্রুত গ্যাস সংকট সমাধান করবেন। যেন রপ্তানি ক্ষেত্রে কোনো বাধা না থাকে। আর বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয় বিগত সময় যেই ফেসিলিটি ছিল তারপর তাহার করা হয়েছে।’

বর্তমান সংকটকালে এই ফেসিলিটিগুলো যেন অব্যাহত রাখে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুরোধ জানানো হয় বলেও জানান বিকেএমইএ সভাপতি।

এসএস