পলাশীতে সড়কের পাশে চামড়া পচে দুর্গন্ধ, ভোগান্তিতে নগরবাসী

কোরবানিকৃত পশুর চামড়া সড়কের পাশে জমে আছে
কোরবানিকৃত পশুর চামড়া সড়কের পাশে জমে আছে | ছবি: সংগৃহীত
1

রাজধানীর পলাশী মোড়ে কোরবানিকৃত পশুর চামড়া সড়কের পাশে জমে আছে। এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির অন্তর্গত পলাশীর এলাকায় চামড়া পচে দুর্গন্ধে সড়কপথে চলছে অসুবিধা করছে নগরবাসীর। আজ (সোমবার, ৯ জুন) ঈদের তৃতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটির পলাশীর এলাকায় এমন চিত্র দেখা যায়।

সিটি করপোরেশনের প্রতিশ্রুতি ছিল ১২ ঘণ্টার মধ্যে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। তৃতীয় দিন গড়ালেও কেন এমন হচ্ছে নগরবাসীর প্রশ্ন।

এদিকে, কাঁচা চামড়ার সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পারার অভিযোগ উঠেছে। এসব চামড়া বিক্রি না হয়ে পড়ে আছে কি না এমন প্রশ্নও নগরবাসীর।

সেজু