সাত দিনের আন্দোলন শেষে প্রাণ ফিরেছে বেনাপোল কাস্টম হাউজে

বেনাপোল কাস্টম হাউজ
বেনাপোল কাস্টম হাউজ | ছবি: এখন টিভি
1

টানা ৭ দিন আন্দোলন বিক্ষোভ শেষে আজ (সোমবার, ৩০ জুন) সকাল থেকে কাজে ফিরেছেন বেনাপোল কাস্টম হাউজের কাস্টম কর্মকর্তারা। ফলে বন্দর ব্যাবহারকারীদের বেড়েছে কর্মব্যস্ততা। সকাল থেকে প্রাণ ফিরে পেয়েছে বেনাপোল কাস্টম ও বন্দর। দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে সকাল থেকেই শুরু হয়েছে আমদানি ও রপ্তানি।খুশি সংশ্লিষ্টরা।

সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও কাস্টম সংশ্লিষ্টরা জানান গত রোববার থেকে শুরু হয় কর্মবিরতি। চলতি সপ্তাহের শনি ও রোববার ছিল সম্পূর্ণ শাটডাউন। সব কর্মসূচি প্রত্যাহার হওয়ায় আমদানি-রপ্তানি, পণ্য চালান ও খালাস প্রক্রিয়া তদারকি করছেন কাস্টম কর্মকর্তারা।

রাজস্ব আদায়ে চলছে শুল্কায়ন কার্যক্রম। এদিকে বেনাপোল বন্দরও ফিরে পেয়েছে স্বাভাবিক গতি। বন্দর থেকে পণ্য খালাস চলছে সকাল থেকে। যথারীতি আগের নিয়মে শুরু হয়েছে বন্দরের কাজকর্ম।

বন্দর ব্যবহারকারীরা জানান টানা কয়েকদিন কাজকর্ম বন্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। কাস্টম সচলে ক্ষতি পুষিয়ে নিতে সকাল থেকে কাজ করছেন তার।

এএইচ