একনেকে ৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। আজ (রোববার, ২৭ জুলাই) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এসময় তিনি বিআরটিএ প্রকল্পকে একটি অপরিকল্পিত ও দানবীয় প্রকল্প হিসেবে মন্তব্য করেন। এ প্রকল্পের উদ্যোগ যারা গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই শহীদ পরিবারের জন্য উত্থাপিত আবাসন প্রকল্পের অনুমোদন স্থগিত করেছে একনেক।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘জুলাই আহত ও শহীদ পরিবারের জন্য নেয়া সকল প্রকল্পকে সমন্বয় করতে হবে। পাশাপাশি খরচের বিষয়টি যাচাই করতে হবে।’

তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে অসংখ্য ঠিকাদার পালিয়ে গেছে। তারা কেন পালালো তদন্ত হওয়া উচিত। এক্ষেত্রে প্রকল্প পরিচালকদের দায়ও ক্ষতিয়ে দেখতে হবে।’

এএইচ