প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্ব অন্যান্য উপদেষ্টার উপস্থিতিতে অন্তবর্তী সরকার অনুমোদন দেয়।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন আড়াই শতাংশের মতো কমায় এর অগ্রগতি নিয়ে কাজ করছেন তার মন্ত্রণালয়।
তিনি বলেন, ‘ঋণ সংক্রান্ত জটিলতায় সরকারি কর্মকর্তারা প্রকল্প পরিচালনায় আগ্রহ দেখাচ্ছেন না।’
আরও পড়ুন:
বিগত সময়ে বেশ কয়েকটি বড় প্রকল্পে ঋণ, জোড়াতালি দিয়ে কাজ করায় প্রকল্পের অনুমোদনে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে না বলেও জানান তিনি।
একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে অনুমোদনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়, কলেজ স্থাপনে সরকারের খাস জমিগুলো কাজে লাগানোর কথা ভাবছে সরকার।
সভায় সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুই হাজার ৬৭০ কোটি ধরা হয়েছে।





