ভরিতে প্রায় ৩ হাজার টাকা বেড়েছে স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতি নোটিশ
বাংলাদেশ জুয়েলার্স সমিতি নোটিশ | ছবি: এখন টিভি
2

এক দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা (Gold Price Hike Announcement) দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের স্বর্ণ বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

আজ (সোমবার, ০৫ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম আগামীকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

স্বর্ণের দাম নতুন দাম ও ক্যাটাগরি (New Price and Categories)

বাজুস (BAJUS) কর্তৃক প্রকাশিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, কাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া স্বর্ণের দামগুলো হলো:

  • ২২ ক্যারেট (ভালো মানের): প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা।
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

কেন বাড়ছে স্বর্ণের দাম? (Reason Behind Gold Price Increase)

বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৪৫ ডলারে পৌঁছেছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা করা হয়েছে।

রুপার দামেও ঊর্ধ্বগতি (Silver Price Update)

স্বর্ণের পাশাপাশি বাজুস রুপার দামও বাড়ানোর (Silver Price Hike) ঘোষণা দিয়েছে। নতুন তালিকা অনুযায়ী:

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৯২৫ টাকা।
  • ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা।
  • ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা।

একনজরে নতুন মূল্য তালিকা (Quick Comparison Table)

ধাতুর ধরণ (Type)আগের দাম (Old Price)নতুন দাম (New Price)পার্থক্য (Difference)
২২ ক্যারেট স্বর্ণ২,২৪,৯৪০ টাকা২,২৭,৮৫৬ টাকা+ ২,৯১৬ টাকা
২১ ক্যারেট স্বর্ণ২,১৪,৭৫৮ টাকা২,১৭,৫৩৪ টাকা+ ২,৭৭৬ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ১,৮৪,০৭২ টাকা১,৮৬,৪৪৯ টাকা+ ২,৩৭৭ টাকা
২২ ক্যারেট রুপা৫,৮০০ টাকা (প্রায়)৫,৯২৫ টাকা+ ১২৫ টাকা

এনএইচ