মার্জারের ৫ ব্যাংক থেকে যত টাকা তোলা যাবে, জানালো কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক | ছবি: সংগৃহীত
1

মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনও চূড়ান্ত হয়নি বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন:

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী সোমবার (২৯ ডিসেম্বর) থেকে মার্জারের আওতাভুক্ত ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। এ তথ্যটি সঠিক নয়।

এরকম অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছ কেন্দ্রীয় ব্যাংক।

এসএস