ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত রাখতে আবগারি শুল্ক লাগবে না

ব্যাংকে আবগারি শুল্ক মওকুফ
ব্যাংকে আবগারি শুল্ক মওকুফ | ছবি: এখন টিভি
0

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমা রাখায় আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ওপর করের বোঝা কিছুটা কমানো হবে। আজ (সোমবার, ২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন।

বর্তমানে জমা স্থিতি বছরের কোনো এক সময়ে একবারের জন্য ১ লাখ টাকায় পৌঁছালে আবগারি শুল্ক দিতে হয়। আবগারি শুল্ক বছরে একবার কেটে নেয় ব্যাংক। টাকার অঙ্ক ১ লাখের নিচে হলে আবগারি শুল্ক দিতে হয় না।

বর্তমানে বছরে ব্যাংক হিসাবে ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা হলে শুল্ক হিসেবে ১৫০ টাকা কেটে নেওয়া হয়।

আরো পড়ুন:

আগামী অর্থবছরের বাজেট পাশ হলে ৩ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আমানতকারীকে কোনো ভ্যাট ও আবগারি শুল্ক দিতে হবে না।

আরো পড়ুন:

বাজেট বক্তৃতায় সালেহউদ্দিন বলেন, ‘জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হবে।”

এটি ছাড়া ব্যাংক হিসাবের আবগারি শুল্কে আর কোনো পরিবর্তন আনা হয়নি বাজেটে।

সেজু