বন্দর সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর এইচ আর ফারাহ চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি চলতি মাসের আট তারিখে কলম্বো বন্দরে পৌঁছানোর কথা।
কিন্তু মাঝপথে জাহাজটির মূল ইঞ্জিনে সমস্যা দেখা দেয়, যা দ্রুত মেরামত করার প্রয়োজন দেখা দেয়। ফলে জাহাজটি মাঝপথ থেকে চট্টগ্রাম বন্দরের দিকে ফিরে আসছে।
এই জাহাজে থাকা বিপুল রপ্তানি প্যণের কি হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণত, বাংলাদেশে আমদানি-রপ্তানি হওয়া পণ্য সিঙ্গাপুর ও কলম্বো বন্দর হয়ে ইউরোপ ও আমেরিকার বাজারে প্রবেশ করে।




