এমন অবস্থায় আজ (শনিবার, ৩১ মে) সকালে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় শিল্প-কারখানাগুলো পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কথা স্বীকার করে জ্বালানি উপদেষ্টা জানান, সাগর উত্তাল থাকায় আমদানির এলএনজি জাহাজ বন্দরে ভিড়তে পারেনি। শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সকালে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল পরিদর্শন করে এ কথা জানান তিনি।
এ সময় শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কথা স্বীকার করে শিগগিরই চারটি নতুন এলএনজি কার্গো থেকে গ্যাস সরবরাহ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না। পাশাপাশি অন্যান্য শিল্প কারখানাগুলোতেও সংকট সমাধানের চেষ্টা চলছে। আমরা ৪ কার্গো এলএনজি নিয়ে আসছি। একটা কার্গো আসছে কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য তাৎক্ষণিক ডকিং করতে পারেনি। এখন ডকিং করা হয়েছে। আমরা আশা করছি পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে।’
দেশে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ রয়েছে জানিয়ে শিগগিরই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জড়িত তিতাস কর্মকর্তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন জ্বালানি উপদেষ্টা।
তিনি বলেন, ‘সব এলাকায় অবৈধ সংযোগ রয়েছে। এর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
এর আগে, আশুলিয়ায় বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে ড. ফাওজুল কবির খান বলেন, ‘পল্লী বিদ্যুতে যে আন্দোলন হচ্ছে, তার কোনো যৌক্তিকতা নেই। তবে যেসব দাবি যৌক্তিক, তা সমাধানের চেষ্টা চলছে।’