টানা ১০ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরের প্রবেশ গেট
হিলি স্থলবন্দরের প্রবেশ গেট | ছবি: সংগৃহীত
1

ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। আজ (রোববার, ১৫ জুন) সকাল থেকে এ বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলতি মাসের ৫ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত টানা ১০ দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিলে। ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে ফের এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।’

এএইচ