বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, ‘আজ প্রায় ৫৬টি পণ্যবাহী ট্রাক আজ বন্দরে প্রবেশের কথা রয়েছে।’
উল্লেখ্য, ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে গতকাল রোববার (১৫ জুন) হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হলেও সার্ভার জটিলতায় আমদানি হয়নি ভারতীয় পণ্য।