এ টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামের এক আমদানিকারক।
আরও পড়ুন:
পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এ স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে বন্দ ছিল। হঠাৎ আজকে দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে।
এসব টমোটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





