সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি, বাজারে দাম কমলো ৩০ টাকা

সোনামসজিদ স্থলবন্দর
সোনামসজিদ স্থলবন্দর | ছবি: এখন টিভি
0

দীর্ঘ তিন মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ৬০ মেট্রিক টন পেঁয়াজ। এতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে এসেছে।

আজ (রোববার, ৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দুইটি ট্রাকভর্তি পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে।

পণ্যগুলো আমদানি করেছে গৌড় ইন্টারন্যাশনাল ও ওয়েলকাম ইন্টারন্যাশনাল নামের দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে জেলার শিবগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:

পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস ধরে এ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে আজ হঠাৎ দুই আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ এনেছেন। এরই মধ্যে পেঁয়াজগুলো লোড-আনলোডের কাজ চলছে এবং দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

এসএইচ