কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড | ছবি: সংগৃহীত
0

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পুনঃনিরীক্ষণ ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৪৪ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে নতুন জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। আর অকৃতকার্যদের মধ্যে পাস করেছে ১৯০ জন।

চলতি বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৩.৬০। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১ লাখ ৬ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে ৩৫ হাজার ৫৩১ জন। আবেদনকৃত বিষয় ছিল ৭৫ হাজার ৮৭৭।

এনএইচ